• Fri. Dec 6th, 2024

অনন্যার মাদক ব্যবসা থেকে মাদক কিনতেন আরিয়ান!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আরিয়ান খান এবং অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, এই কথাবার্তার উপর ভিত্তি করেই এনসিবি দু’বার অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে।

সেই প্রতিবেদন বলছে, ২০১৯ সালের জুলাই মাসে অনন্যার কাছে গাঁজা চাইতে দেখা যায় আরিয়ান খানকে। অনন্যা আবার তাঁকে জানায়, গাঁজার এখন প্রচুর চাহিদা রয়েছে। তার উত্তরে আরিয়ান তাঁকে জানান, তিনি গোপনে অনন্যার কাছ থেকেই গাঁজা নিয়ে নেবেন। তার পরবর্তী কথোপকথনে আবার দেখা যাচ্ছে, আরিয়ানকে অনন্যা বলছেন, তিনি মাদক-সংক্রান্ত ব্যবসায় পা দিয়েছেন।

ওই একই প্রতিবেদন বলছে, ২০২১ সালে অন্য দুই বন্ধুর সঙ্গে কথোপকথনে আরিয়ানকে এনসিবি-র নাম নিয়ে ঠাট্টা মশকরা করতে দেখা যায়। প্রথমে সে কোকেন আনার পরামর্শ দেন তারপরে এনসিবি-র নাম করে বন্ধুদের ভয় দেখান। তদন্তকারী সংস্থার ধারণা, অনন্যা নাকি একজন ছোটখাটো মাদক-জোগানদার আর যার মাধ্যমেই আরিয়ান মাদক সংগ্রহ করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2