জানা যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ ‘মানি হাইস্ট’ এর বলিউডে রিমেক হতে চলেছে। তবে এ খবর নতুন না, তা আগেই পৌঁছেছিল দর্শকের কাছে। এর পরিচালনায় থাকছেন আব্বাস-মস্তান। প্রথমে শোনা গিয়েছিল, কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ প্রফেসরের চরিত্রে নাকি দেখা যাবে বলি কিং শাহরুখ খানকে। তবে সম্প্রতি সূত্র বলছে, শাহরুখ নয়, প্রফেসরের চরিত্রে দেখা যাবে অন্য বলি তারকা কে।
জানা যাচ্ছে, প্রফেসরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্জুন রামপালকে। তবে সিরিজ আকারে নয়। পরিচালকের ইচ্ছানুসারে ছবির আকারেই মুক্তি পাবে এটি। নাম নাকি ঠিক করা হয়েছে, ‘থ্রি মাঙ্কিস’। মুক্তি পাওয়ার দিনও নাকি ঠিক হয়েছে। আগামী বছরের মাঝামাঝি নাকি মুক্তি পেতে পারে মানি হাইস্টের বলিউডি ভার্সন।
তবে সূত্রের খবর, পরিচালক দ্বয় এখনও এ ব্যাপারে মুখ খোলেননি এসব নিয়ে। বলিউডে তাঁরা এর আগে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এর মধ্যে ‘আজনবি’, ‘সোলজার’, ‘বাজিগর’ রয়েছে। তাঁদের পরবর্তী ছবি পেন্টহাউজেও দেখা যাবে অর্জুন রামপালকে।