• Sat. Oct 12th, 2024

এবার কল্পবিজ্ঞান নির্ভর ছবিতে অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন দিনকয়েক আগেই হায়দরাবাদ গিয়েছেন। তখনই নিজের ব্লগে বলেছিলেন, নতুন একটি কাজে তাঁর এই পাড়ি তবে কোন ছবি তা খোলসা করেননি। সম্প্রতি তিনি একটি পোস্ট দিয়ে তাঁর নতুন ছবির শুটিং শুরু করার খবর ভক্তদের দিয়েছেন। নাগ অশ্বিনের পরবর্তী ছবিতে দেখা যাবে অমিতাভকে। প্রভাস ও দীপিকা পাড়ুকোনও রয়েছেন সে ছবিতে। ক্ল্যাপারবোর্ড ধরে প্রভাসও একটি পোস্ট করেছেন শনিবার। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই গুরুপূর্ণিমায় ভারতীয় চলচ্চিত্রজগতের গুরুর জন্য ক্ল্যাপারবোর্ড ধরার সৌভাগ্য হল আমার। শুরু হল প্রজেক্ট কে।’

অন্য দিকে প্রভাসের হাতে ধরা সেই একই ক্ল্যাপারবোর্ডের ছবি ইনস্টাগ্রামে দিয়ে অমিতাভও লিখেছেন, ‘প্রজেক্ট কে-র মহরত শটে ক্ল্যাপারবোর্ডের পিছনে রয়েছেন এমন একজন আইকন, যিনি ‘বাহুবলী’র চরিত্রে আলোড়ন তৈরি করেছেন সারা বিশ্বে।’

ছবির কিছু দৃশ্য হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুট করার কথা রয়েছে অমিতাভের। এই ছবির জন্য ফিল্মসিটিতে অভিনব সেট তৈরি করা হয়েছে। সেটের পিছনে খরচও হয়েছে প্রচুর। শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ভারতীয় সিনেমায় এ রকম বহুমূল্য সেট আগে কখনও তৈরি হয়নি। নাগ অশ্বিন এই ছবির জন্য নিত্যনতুন পরিকল্পনা করে চলছেন। কল্পবিজ্ঞানে একটি অন্য দুনিয়া তৈরি করার জন্য চিত্রনাট্য, সেট, পোশাক… সব ক্ষেত্রেই শূন্য থেকে শুরু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2