হাতে রয়েছে অনেক কাজ অফার সঙ্গে খুলেছেন প্রযোজনা সংস্থাও। কিন্তু ট্রোল কিছুতেই যেন পিছু ছাড়ে না অভিনেত্রী আলিয়া ভাটের। এবার তাঁর ব্যবহার নিয়ে তাঁকে ট্রোল্ড হতে হল।
সকলেই জানি আমরা সঞ্জয় লীলা বনসালীর ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে অভিনয় করছেন আলিয়া। ছবির শুটিং শেষ, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সে নিয়েই কথা বলতে সোমবার পৌঁছেছিলেন পরিচালকের অফিসে অভিনেত্রী। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। এক ঝলক ক্যামেরাবন্দী করবে বলে তারা ছুটে যায়। কিন্তু পোজ দেওয়া তো দূরের কথা, অভিনেত্রী ফিরেও তাকালেন না। উপরন্তু চলে গেলেন গন্তব্যের দিকে। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দী করা হয়। বিভিন্ন পেজ থেকে সেই জিনিস ছড়িয়ে পড়ে। সেখান থেকেই ট্রোলের সূত্রপাত।
নেটিজেনদের একটা বড় অংশ আলিয়ার উপরে ক্ষুব্ধ হন। কেউ কেউ বললেন তাঁর খুব অ্যাটিটিউড। অনেকেই আবার টেনে নিয়ে আসেন স্টারকিড বিতর্কের প্রসঙ্গও। তবে আলিয়া এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এই নিয়ে।