বলি অভিনেতা অক্ষয় কুমারের পরিবারে এক বড় বিপর্যয়। তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই কঠিন পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অক্ষয় কুমার। সকলে ধন্যবাদ জানালেন।
তার পাশাপাশি জানালেন, এই পরিস্থিতিতে সবার প্রার্থনা তাঁর ও তাঁর পরিবারের খুবই প্রয়োজন। ইনস্টাগ্রাম অভিনেতা লিখেছেন, সবাই যে ভাবে তাঁর মায়ের জন্য খোঁজ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। তাঁর ও তাঁর পরিবারের জন্য এ এক কঠিন সময়। তাই সবার প্রার্থনা এ সময় খুবই প্রয়োজনীয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে লন্ডন থেকে শুটিং বাতিল করে সোমবার সকালে মুম্বই ফিরেছেন অভিনেতা। সূত্রের খবর যে, স্ত্রী টুইঙ্কল ও দুই সন্তান যদিও ফেরেননি এখনও পর্যন্ত।
তাঁর মা অসুস্থ হওয়ার পর মুম্বইয়ের একটি হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করানো হয়। অক্ষয়ের শুটিং আপাতত এখন স্থগিত। কিন্তু বাকি টিম শুটিং চালিয়ে যাচ্ছে। মায়ের শারীরিক অবস্থার উন্নতি বলে ফের কাজে যোগ দেবেন অভিনেতা। গত বছর লন্ডনে ‘বেল বটম’-এর শুটিংয়ের সময় মায়ের সঙ্গে সময় কাটানোর কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতা।