দিওয়ালির সেলিব্রেশনে বলি পাড়া হয়ে উঠেছে আলোয় রাঙা। আলো দিয়ে সাজিয়েছেন সব নিজেদের বাড়ি। সবাই পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করেছেন। সেই আনন্দ করতে দেখা গেল বলিউডের সেলেব দম্পতি অজয় দেবগণ এবং কাজলকেও। তাঁরা তাঁদের ছেলে যুগকে নিয়ে আনন্দ করেছেন এই দিওয়ালিতে। কিন্তু হঠাৎ কেন দিওয়ালির দিন ‘হ্যাপি নিউ ইয়ার’ উইশ করলেন অজয় দেবগণ?
সেই ছবিতে দেখা যাচ্ছে অজয় এবং যুগের পরনে একই ধরনের, একই রঙের পাঞ্জাবি। আর শাড়িতে অজয়-পত্নী কাজল। তাঁদের মেয়ে সেই ছবিতে নেই কারণ তিনি পড়াশোনার কারণে মুম্বইয়ের বাইরে থাকেন। মেয়েকে যে মিস করছেন, তাও ধরা পড়েছে কাজলের ছবির সাথে লেখাতে।
অজয়ের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে যুগ ছাড়াও রয়েছে তাঁর বোন নীলম দেবগণের দুই ছেলে আমন এবং দানিশ গান্ধী। কিন্তু অজয় দেবগণ ক্যাপশনে লিখেছেন, ‘আ ভেরি হ্যাপি নিউ ইয়ার’। আসলে তিনি বলতে চেয়েছেন নতুন ভাবে শুরু করার কথা তাই তিনি নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন।