অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে আবার জুটি বেঁধেছেন অভিনেতা সলমন খান! সকলে চমকে উঠলেন? নিশ্চয়ই ভাবছেন এত বছর পর তাঁরা আবার একসাথে! এমনও কি সম্ভব? ভিডিয়ো দেখে চমক লাগলেও জুটিটা বলিউডের দুই অভিনেতা-অভিনেত্রীর নয়, তাঁদের মতো দেখতে অন্য দুজনের।
এর আগে বহুবার অভিনেত্রী ঐশ্বর্যার মতো দেখতে বহু মানুষকে দেখা গিয়েছে এই নেটদুনিয়ায়। সেই তালিকায় যুক্ত হল আশিতা শর্মার নাম। ইনস্টাগ্রামে বহু ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে বিভিন্ন গানে ঠোঁটে ঠোঁট মেলাতে। সেরকমই একটি ভিডিয়োতে আশিতার সঙ্গে দেখা গিয়েছে সলমন খানের মতো দেখতে আরও একজনকে, যার নাম বিক্রম সিংহ রাজপুত। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির ‘আজা শাম হোনে আয়ে’ গানে ঠোঁটে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে এই দু’জনকে।
এই ভিডিয়ো খুঁজে পেয়ে খুব খুশি ঐশ্বর্যার অনুরাগীরা। তাঁদের কেউ লিখেছেন, ‘এটা তো ঐশ্বর্যা আর সলমন।’ কেউ আবার লিখেছেন, ‘ঐশ্বর্যা আর সলমনকে আবার একসঙ্গে দেখার স্বপ্ন সত্যি হল আমার। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির কোনও সংলাপে এমন ভিডিয়ো বানিয়ো।’ অনুরাগীদের উচ্ছ্বাসিত মনভাব দেখে বোঝা যাচ্ছে তাঁরা বেশ আনন্দই পেয়েছে।