ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদার। বাংলাদেশের তরুণ পরিচালক রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রে তাঁর ভূমিকায় পরীমণিকে কেমন মানাবে? সকলেরই এ বিষয়ে খুব কৌতূহল ছিল। কৌতূহলের অবসান ঘটিয়ে স্বয়ং পরীমণি একটি ফেসবুকের পোস্টে জানান, একটু পরেই ‘ফার্স্ট লুক’ আসছে ছবির।
প্রীতিলতাকে ধরার জন্য বেঙ্গল পুলিশের সিআইডি একটি নোটিস প্রকাশ করেছিল প্রীতিলতার ছবি দিয়ে। সেখানে লেখা ছিল— ‘ওয়াদ্দেদারের প্রকাশিত ফটোগুলির মধ্যে প্রথম ফটোটি মিস প্রীতির ছাত্রাবস্থায় তোলা, যখন তিনি ঢাকায় পড়তেন ইন্টারমিডিয়েট কলেজে।‘
এই ঘটনার উল্লেখ করে পরীমণি লিখেছেন, ‘১৯৩২ সালের সেই ছবিটি আবার প্রকাশ করা হবে আজ। ‘গ্ল্যামার ভেঙে পরীমণি কি পারবেন প্রীতিলতা হতে?’ এমন প্রশ্ন ছিল কারও কারও মনে। তবে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সকল প্রশ্নের উত্তর দিতে এবার হাজির হচ্ছি প্রীতিলতা রূপে।‘ কিছুক্ষণ পর প্রকাশ করা হয় পরীমণির ‘ফার্স্ট লুক’ প্রীতিলতা চরিত্রে।
এই প্রথম একটি ইতিহাস-আশ্রিত সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী পরীমণি। প্রশংসার বন্যায় ভেসে না গিয়ে তিনি অনুরাগীদের জানিয়েছেন, ‘ভালবাসার বিনিময়ে একটা জিনিসই দিতে পারি আপনাদের, সেটা হল ভাল কাজ।‘
‘প্রীতিলতা’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার গোলাম রাব্বানীর ফেসবুক পোস্ট থেকে আরও কিছু প্রীতিলতার সন্ধান পাওয়া গেছে। ১৯৮০ সালে কলকাতার নির্মল চৌধুরীর ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ ছবিতে বনানী চৌধুরী প্রীতিলতা হয়েছিলেন। ২০১০ সালে বলিউডে আশুতোষ গোয়ারিকরের ‘খেলে হাম জি জান সে’ চলচ্চিত্রে প্রীতিলতার ভূমিকায় ছিলেন বিশাখা সিংহ। ২০১২ সালে বেদব্রত পাইনের ‘চিটাগাং’ চলচ্চিত্রে ভেগা টামোটিয়া প্রীতিলতা হয়েছিলেন। ২০২০ সালে বাংলাদেশের টিভি নাটক ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’-তে রোবেনা রেজা জুঁই অভিনয় করেন প্রীতিলতার ভূমিকায়। সরকারি অনুদানে নির্মীয়মাণ, প্রদীপ ঘোষ পরিচালিত, বাংলাদেশের আরেকটি চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’-য় প্রীতিলতার ভূমিকায় স্থিরচিত্র প্রকাশিত হয়েছে নুসরাত ইমরোজ তিশার।
এই তালিকায় নতুন যুক্ত হলেন পরীমণি। কেমন লাগছে তাঁকে? এই প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পরীমণি বলেছেন, ‘নিজেকে দেখে নিজেই ঠিক চিনতে পারছিলাম না। আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি একজন মহান বিপ্লবীকে। সত্যিই এক অন্যরকম অনুভূতি এটা। প্রীতিলতার আত্মা যেন আমাকে ভর করেছেন!’