• Fri. Mar 31st, 2023

কাশ্মীরে এক সঙ্গে ‘চিনেবাদাম’ খাবেন যশ নুসরত

যশ দাশগুপ্তের ‘চিনে বাদাম’ ছবির সঙ্গী এনা সাহা। সেই হিসেব সদ্য বদলেছে। ছবির কাজ শেষ হলেও গান ক্যামেরাবন্দি করা বাকি। টিম ‘চিনে বাদাম’ তাই কাশ্মীরে। সবার আগে পৌঁছে গিয়েছেন ছবির প্রযোজক এবং অভিনেত্রী এনা। শনিবার ইনস্টাগ্রামে যশ এবং নুসরত জাহান এক সঙ্গে একটি খবর জানিয়েছেন আর তা হল, এনার পাশাপাশি নুসরতও যশের ‘চিনে বাদাম’-যাত্রার সঙ্গী।

গানের দৃশ্যের জন্য উপযুক্ত জায়গা খুঁজতে এনা কাশ্মীর প্রায় চষে ফেলেছেন। কখনও শিলাদিত্যর ইনস্টাগ্রামে গুলমার্গের ছবি তো কখনও পাহাড়। আবার কখনও বরফে মোড়া সোনামার্গ উপত্যকার ছবি।

এই যাত্রাতে বাকি ছিলেন এক মাত্র যশ। নুসরতকে নিয়ে তিনিও পাড়ি দিলেন ভূস্বর্গে। বিমানবন্দর থেকে ছবি দিয়েছেন তাঁরা দুজনে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁকে খুশি মনে বিমানবন্দরের ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তাঁদের দুজনের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে, যশের কাজ থাকলেও নুসরত ছুটির মেজাজে যাচ্ছেন।