• Mon. May 29th, 2023

এই বড়দিনে নুসরতের সান্টা কে?

এবারের বড়দিনে অভিনেত্রী নুসরতের কাছে আছে তাঁর একরত্তি ঈশান। তাই বড়দিন তাঁর জীবনে অনেক বড়। অগস্ট মাসের বর্ষায় আবির্ভুত হয়েছিল সে। তখন থেকেই অভিনেত্রীর জীবন আলোকিত হতে শুরু করেছে। তাই তাঁর ছোট্ট ঈশানকে নিজের মতো সাজিয়েছেন নুসরত।

নুসরত তাঁকে আপাদমস্তক পরিয়েছেন সান্টার জামা আর মাথায় পড়িয়েছেন লাল টুপি। তার পর অনুরাগীদের জন্য একটি ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীদের। আর ছবি পোস্ট হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে নুসরতের ইনস্টাগ্রামেতেও। মা-ছেলের এমন মিষ্টি ছবি দেখে সবাই বেশ মজাদার মন্তব্য করছেন। সেই ছবি দেখে ‘অ্যাডোরেবল’ বলেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।

তবে এই আনন্দের মধ্যেও রয়েছে কটাক্ষ। নুসরতের পোস্টে মিমির মন্তব্য নিয়ে একাংশের নেটিজ়েন কটাক্ষ করেছেন। অনেকেই বলছেন, মিমি কী ভাবে তাঁকে শুভেচ্ছা দিচ্ছেন, যেখানে তিনি নিজে নিখিল-নুসরতের বিয়েতে গিয়েছিলেন। নুসরতকে চরিত্রহীন বলতেও ছাড়েননি নেটিজ়েনদের একাংশ।