• Fri. Mar 31st, 2023

অভিনেত্রী ঊষসীর জীবনে কোন নতুন অধ্যায়ের শুরু?

অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায়। এখন আর তিনি শুধুই অভিনেত্রী নন, তিনি ডক্টরেটও। অবশেষে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মানবী বিদ্যায় পিএইচডি ডিগ্রির অধিকারী হলেন। এই সুখবর দিন কয়েক আগেই তিনি পেয়েছেন বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনই।

গত বছর তাঁর বাবা শ্যামল চক্রবর্তীকে হারিয়েছেন তিনি। তিনি যে উচ্চশিক্ষা লাভ করবেন তা সবচেয়ে বেশি চেয়েছিলেন তাঁর বাবা-ই। তিনি বলেছেন যে, তাঁর নিজের থেকেও বাবার উৎসাহ ছিল অনেক বেশি। তাঁকে নাকি বারেবারেই জিজ্ঞাসা করতেন তাঁর বাবা যে তাঁর থিসিস কবে জমা দেবেন তিনি। তিনি একটু রেগেই যেতেন এবং বলতেন সময় হলে ঠিক জমা দেব। ১২ অগস্ট তাঁর প্রি-সাবমিশনের ডেট ছিল আর তাঁর বাবা ৩১ জুলাই হাসপাতালে ভর্তি হন।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে একটি পোস্ট করেছেন। তাতে হাজারও মানুষের শুভেচ্ছা বার্তা তাঁকে। প্রযোজক রানা সরকার খানিক মজার ছলেই লিখেছেন, ‘জেল থেকে পিএইচডি হলেন জুন আন্টি’। এই মুহূর্তে বেজায় খুশি ঊষসী। তবে তাঁর একটাই আফসোস, তাঁর বাবা দেখে যেতে পারল না।