• Tue. Mar 21st, 2023

গোয়া থেকে ফিরেই সুখবর দিলেন নীল-তৃণা!

বেশ কিছুদিন আগে অবসরে গোয়া উড়ে গিয়েছিলেন নীল এবং তৃণা। এই সবে গোয়া থেকে ফিরেছেন তাঁরা। আর ফিরেই তাঁর ভক্তদেরকে দিয়েছেন এক খুশীর খবর। সংসারে এসেছে তাঁদের নতুন সদস্য।

সেলেব দম্পতি একসঙ্গে আনকোরা এক গাড়ি এক কিনেছেন। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ হয়েছে। নিজেদের টাকা, নিজেদের নাম যৌথ ভাবে সংসারে এসেছে নতুন অতিথি। অতিথি না বলে বোধহয় সদস্য বলাই ভাল। সেই সদস্যের ‘হোম কামিং’-এর আয়োজনও হয়েছে বেশ ধুমধাম করে।

নীল-তৃণার দুজনেরই গর্বের হাসি বুঝিয়ে দিচ্ছে যে, আজ তাঁরা সত্যিই খুশি। তৃণা লিখেছেন, ‘হ্যাপিনেস আদপে আমাদের কেনা নতুন গাড়ির গন্ধ।‘ অন্যদিকে আবার নীল লিখেছেন, ‘একসঙ্গে প্রথম গাড়ি।‘ দম্পতির এই অ্যাচিভমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু সহকর্মীরা। তৃণা জানান যে, হুন্ডাইয়ের অ্যালকাজার কিনেছেন তাঁরা। দাম পড়েছে প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকার মতো। নীল-তৃণার সংসারের সদস্যে আরও এক সদস্য সংখ্যা বাড়ল।