• Thu. Mar 30th, 2023

‘রাবণ’ ছবিতে জিতের বিপরীতে নায়িকা কে?

’বাজি’র পর জিতের আগামী ছবি ‘রাবণ’। এ কথা কিছুদিন আগে নিজেই জানিয়েছেন জিৎ। তিনি কিছুদিন আগেই প্রকাশ্যে এনেছিলেন ছবির প্রথম পোস্টার। এবার ইনস্টাগ্রামে অভিনেতা ভাগ করে নিলেন মহরতের মুহূর্তের ছবি। এই ছবিতে জিতের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

এই ছবি নিয়ে তিনি জানান, ছবি সম্পর্কে তিনি কোনো কথা বলতে পারবেন না। সবটাই নাকি জানাবেন জিৎ এবং তাঁর প্রযোজনা সংস্থা। তবে অভিনেত্রী খুব খুশি জিতের সাথে প্রথমবার জুটি বাঁধা নিয়ে। একইসঙ্গে জিৎ ঘোষণা করেছেন এক নবাগতার নামও, আগামী ছবিতে তিনি পর্দায় আনছেন পরিচালক লহমা ভট্টাচার্যকে।

জিৎ তাঁর নতুন ছবিতে টলিউডকে নতুন মুখ উপহার দিতে চলেছেন। অভিনেত্রীর পাশাপাশি ছবির পরিচালকও নতুন। এম এন রাজের পরিচালনায় ছবির কাজ শুরু হবে আগামী শুক্রবার থেকে। আপাতত কলকাতাতেই ছবির কিছু অংশ শুট হবে।