• Mon. May 29th, 2023

নতুন সদস্য আসছে তনুশ্রীর পরিবারে!

অভিনেত্রী তনুশ্রী সুখবর দিলেন তাঁর পরিবারে নতুন সদস্য আসার। কেবল খবরটুকুই নয়, সঙ্গে ছবিও দিলেন। আর অনুরাগীদের কাছে চাইলেন আশীর্বাদ ও ভালবাসা।

সন্তানসম্ভবা তনুশ্রী চক্রবর্তীর বোন শুভশ্রী চক্রবর্তীকে সাধ খাওয়ানোর ছবি দিলেন অভিনেত্রী। পরিবার ও বন্ধুদের সঙ্গেও তিনি ছবি পোস্ট করলেন। ছবি দেখে বোঝাই যাচ্ছে সাধের অনুষ্ঠানে কোনও খামতি রাখেননি তিনি। রকমারি খাবার ও সাজসজ্জায় ভরে উঠেছে তনুশ্রীর বাড়ির ছাদ। মাটির থালার উপরে কলাপাতা পেতে বোনকে সাধ খাওয়ালেন তিনি। সাদা ভাত, ন’রকমের ভাজা, বেগুনি, চপ, পাতুরি, আরও চার-পাঁচ রকমের পদ দিয়ে সাজানো হয়েছে বোন শুভশ্রীর থালা আর সাথে রয়েছে পায়েস ও পাঁপড়।

তনুশ্রী জানালেন, ‘আমি প্রথম বার মাসি হব।‘ আগামী মাসেই তাঁর বোনের সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ। তাঁর বোন এবং তাঁর ওর স্বামী পুণে থেকে কলকাতায় এসে গেছে, তাই ডেলিভারি কলকাতাতেই হবে। অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাই।

তনুশ্রী জানালেন, ছোটবেলার কয়েক জন বন্ধু এবং পরিবারের লোকজন ছা়ড়া কোভিড বিধির জন্য বেশি কাউকে ডাকা যায়নি। তাও খুবই আনন্দ মজা বোনের সাধ পালন করা হয়েছে।