• Fri. Mar 31st, 2023

’ঠাকুর জামাই’ নিয়ে আগামীকাল আসছেন স্বস্তিকা!

অবশেষে অভিনেত্রী স্বস্তিকা দত্ত যে কাজটি এর আগে কখনও করেননি তা তিনি করে ফেললেন। সেই কাজ দেখতে পাওয়া যাবে আগামীকাল। কিন্তু কী সেই কাজ?

আগামীকাল মুক্তি পাবে স্বস্তিকার একটি মিউজিক ভিডিয়ো ‘ঠাকুর জামাই’। মিউজিক ভিডিয়োতে এর আগে তাঁকে কখনও দেখা যায়নি। এ প্রসঙ্গে সোমবার ইনস্টাগ্রাম লাইভে তিনি জানান যে, এটা অনেক পুরনো একটা গান। ক্লাসি ফ্লেভার, ক্লাসি লুক দিয়ে একটু অন্যরকম চেষ্টা করা হয়েছে। এই গানটার নির্দিষ্ট কিছু দর্শক অলরেডি রয়েছে তাঁর মতে। তিনি বললেন তিনি এর আগে এমন কাজ করেননি। তাই তাঁর কাছে এটা নতুন চ্যালেঞ্জ ছিল। সুদর্শন চক্রবর্তীকে অনেক ধন্যবাদ জানান কারণ, উনি এই গানটির কোরিওগ্রাফ করেছেন।

অভিনেত্রী এই মুহূর্তে ছুটির মুডে রয়েছেন। তাঁর সেই ছুটির সঙ্গী গায়ক শোভন চক্রবর্তী। স্বস্তিকা এবং শোভনের প্রেমের সম্পর্কের কথা এতদিনে ইন্ডাস্ট্রির সকলেই জেনে গেছে। প্রথম মিউজিক ভিডিয়ো নিয়ে তিনি খুবই উত্তেজিত। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন ভাল বা খারাপ যাই লাগুক সবাই যেন জানায় কেমন লেগেছে সবার।