• Mon. May 29th, 2023

মলদ্বীপে চতুর্থ প্রেমিকের সাথে শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অনুগামীরা জানতে পেরেছেন যে সপরিবারে মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাজের ফাঁকে একটু অবসর মিলতেই ছুটি কাটাতে ছেলে অভিমন্যু, তাঁর প্রেমিকা দামিনীকে নিয়ে পাড়ি দিয়েছেন মলদ্বীপে। তবে আরও জানা গেছে তাঁদের সাথে এই যাত্রায় সামিল হয়েছেন শ্রাবন্তীর নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীও।

মলদ্বীপে পৌঁছানোর পরই একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলেন অনুরাগীরা। শুধুমাত্র অভিনেত্রী নন, পাশাপাশি অভিমন্যু এবং দামিনীর সোশ্যাল মিডিয়াও ভরে উঠেছে মলদ্বীপে বেড়ানোর ছবিতে।

তবে এবার জানা গেল ‘লাক্স সাউথ অ্যারি অ্যাটোল’ নামের যে রিসর্টে অভিনেত্রী উঠেছেন সেখানে সর্বনিম্ন ঘরের দিন প্রতি ভাড়া ৫০০০০ টাকা। পাশাপাশি কিছু কুটির থেকে খুব সহজেই সমুদ্র দেখা যায় সেখান থেকে। কিছু কুটিরে আবার নিজস্ব সুইমিং পুল রয়েছে যেগুলির সর্বোচ্চ ভাড়া আবার দিন প্রতি ৯৩০০০ টাকা।