• Sun. Jan 29th, 2023

সকালবেলায় অনুরাগীদের ‘ধপ্পা’ দিলেন শ্রাবন্তী

বুধবার ‘ধপ্পা’ দিয়ে সকাল শুরু করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অনুরাগীদের চমকে দেওয়ায় দক্ষ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ফের নতুন ভাবে উপস্থিত হলেন নেটমাধ্যমে। পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন চলচ্চিত্রের চিত্রনাট্যের একটি ছবি বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন শ্রাবন্তী। ছবির নাম ‘ধপ্পা’।

এই চলচ্চিত্রের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রোহিত সৌম্য। অনুরাগীদের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন, ‘আপনাদের সকলের আশীর্বাদ চাই।’ আজ থেকে শুরু হল ছবির শুটিং এবং তিনি শ্যুটিং সেটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পুরোদমে কাজ শুরু হয়েছে। সেট সাজানোর কাজ চলছে। ক্যামেরা চালু হয়েছে। টেকনিশিয়ানরা খুব ব্যস্ত।

এই চলচ্চিত্রে এই প্রথম শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার একসঙ্গে কাজ করবেন। এই দুই নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি হচ্ছে। এই ছবিতে কোনও নায়ক নেই। ‘ধপ্পা’-তে অভিনয়ের জন্য রোগা হতে হচ্ছে অভিনেত্রী শ্রাবন্তীকে। তিনি আগেই জানিয়েছিলেন, চরিত্রের জন্য টোনড বডি পেতে কড়া ডায়েটে থাকতে হচ্ছে এখন তাঁকে।