• Tue. Mar 21st, 2023

জন্মদিনে নিজের কাছের মানুষকে মিস করছেন সৌমিলি

আজ অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটা প্রিয়জনেদের সঙ্গে কাটাতে ভালবাসেন তিনি। এই বছরেও তাঁর কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এ বছর জন্মদিনে মন খারাপ সৌমিলির।

বেশ কিছুদিন আগে অভিনেত্রী বাবাকে হারিয়েছেন। তিনি অনেকের মতো ছিলেন ‘ড্যাডিস গার্ল’। বাবাকে ছাড়া এইবার তাঁর প্রথম জন্মদিন। প্রতিদিনই বাবাকে মনে পড়ে, তবে আজ যে অনেক বেশি করে মিস করছেন তিনি তাঁর বাবাকে। তবুও বাড়ির অন্যান্য সদস্যদের আবদারে ছোট করে সেলিব্রেশন হচ্ছে আজ।

সৌমিলি জানান, আজ তাঁর শুটিং নেই। তিনি বাড়িতেই থাকবেন। বাড়ির লোকেরা জোর করে করছে এই সেলিব্রেশন। মা, শ্বশুর, শাশুড়ি, কর্তার সঙ্গে রাত্তিরে বাড়িতেই খাওয়া দাওয়া করবেন তিনি। জন্মদিনের দুপুরে বাবা, মায়ের কাছে খাওয়া দাওয়া করতেন, কেক কাটতেন তিনি। আর রাতে শ্বশুরবাড়িতে। কখনও কখনও বাবা, মাও চলে আসতেন তাঁর শ্বশুরবাড়ি। গত বছর করোনার মধ্যেও গিয়েছিলেন তাঁর বাবা, মার কাছে। কেক কাটার ভিডিয়ো এখনও রয়েছে তাঁর কাছে। এই সব কিছু মিলিয়ে খানিক মন খারাপ সৌমিলির।