• Mon. Dec 5th, 2022

অভিনেত্রী সোহিনী বিয়ে করছেন রণজয়কে?

টলিপাড়ায় রটেছে, বিয়ে করছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং অভিনেতা রণজয় বিষ্ণু। করোনা অতিমারির সময় থেকে তাঁরা দুটিতে একসাথে সহবাস করছিলেন। দীর্ঘ দু’বছর সম্পর্কে থাকার পর এবার নাকি বিয়ের কথাও ভাবতে চলেছেন অভিনেত্রী।

অভিনেত্রী সোহিনী যদিও বিয়ের গুঞ্জন নস্যাৎ করলেন। তিনি জানালেন, এখনও সাত পাক ঘোরার পরিকল্পনা করেননি তিনি। আরও জানান যে, এই করোনা আবহে বিয়ে করা অসম্ভব। বন্ধুদের আড্ডায় নাকি বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানেই তিনি বলেছিলেন একদিন বিয়ে করতে পারি। তার মানেই যে চলতি বছরেই বিয়ে করছেন এ কথা বলেননি তিনি। সুতরাং ভবিষ্যতে রণজয়কে বিয়ে করার কথা ভাবলেও এই মুহূর্তে তাঁর কোনও প্রস্তুতি নেই।

রণজয় এবং সোহিনী পাহাড়ে দীর্ঘ ছুটি কাটিয়ে কলকাতায় ফিরে এসেছেন। ঘুরতে যাওয়ার নানা মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তাঁরা। দু’জনেই সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি। এবার তার মধ্যেই বিয়ের গুঞ্জন তাঁদের।