• Tue. Mar 21st, 2023

কার মুখ দেখতে পেতেন সোহম দেড় মাস ধরে?

কেন দেড় মাস ঘুমোতে পারেননি অভিনেতা সোহম চক্রবর্তী? সেই গল্পই ‘দাদাগিরি’-র মঞ্চে এসে শোনালেন চণ্ডীপুরের বর্তমান বিধায়ক সোহম চক্রবর্তী।

কিছু বছর আগের কথা যখন তিনি নিজের আবাসনে থাকতেন তখন এক অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। সোহম বলেন যে, তিনি দেখতে পেতেন পুড়ে যাওয়া সাদা-কালো একটা মুখ তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। যেখানেই তিনি যাচ্ছেন, তাঁকে অনুসরণ করছে সে। এভাবেই অনেক দিন ধরে কারও উপস্থিতি অনুভব করছিলেন অভিনেতা সোহম। এই কথাটি তাঁর চেনা এক ব্যক্তিকে জানিয়েছিলেন সোহম। তিনি বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে চর্চা করতেন। সেই ব্যক্তি সোহমের বাড়ি এসে সেই একই মুখ দেখতে পেয়েছিলেন, জানান সোহম নিজে। এরপরেই সোহমকে তিনি বলেন যে, যাকে তাঁরা দেখছেন, আগুনে পুড়ে সেই ব্যক্তির মৃত্যু হয় অনেক আগেই।

সোহমের এই অভিজ্ঞতার গল্প শুনে থমকে গিয়েছিলেন মঞ্চে থাকা উপস্থিত সকলেই। এরপর নিজের নানা ভয়ের অভিজ্ঞতা জানিয়েছেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।