• Sat. Jun 10th, 2023

করোনায় আক্রান্ত শিলাজিৎ

এবার টলিপাড়ায় করোনা আক্রান্ত হলেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ মজুমদার। বীরভূমে নিজের গ্রামেই ছিলেন শিলাজিৎ। তাঁর সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসছিলো গ্রামের বিভিন্ন মুহূর্তের ছবি। কিন্তু হঠাৎ কী এমন হল?

তিনি জানান যে, তিনি ভালই আছেন। কিন্তু গত দু’দিন ধরে তাঁর মনে হচ্ছিল কোনও গন্ধ পাচ্ছেন না তিনি। শরীর খুব একটা খারাপ হয়নি তাঁর একটু জ্বর জ্বর ভাব ছিল। তারপরই টেস্ট করিয়ে দেখলেন রেজ়াল্ট পজিটিভ। যদিও তিনি জানান যে আগে একবার চিকিৎসকের পরামর্শে টেস্ট করিয়ে ছিলেন তখন অবশ্য রিপোর্ট এসেছিল নেগেটিভ।

তিনি একটু রসিকতা করে বলেন, এতদিন বন্ধুরা তাঁকে নাকি মজা করে বলতেন যাই হোক করোনা তাঁকে ছুঁতে পারবে না। কিন্তু ছুঁয়েছে এবার, তবে তিনি ভাবছেন দুটো ইঞ্জেকশন নেওয়ার পরও কীভাবে কোভিড হল তাঁর। তবে আপাতত তিনি এখন আইসোলেশনেই আছেন।