• Fri. Mar 31st, 2023

রবিবারের সকালে ছেলে ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন শুভশ্রী

শীতকাল প্রায় সকলেরই প্রিয়। সেই তালিকায় আছেন বহু মানুষ যারা সকলে এই ঋতুকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার তালিকায় টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও অন্যতম। তবে তার উপর এবারের শীতটা তাঁর কাছে বাড়তি আনন্দের। কারণ তাঁর সাথে এবার তাঁর পুত্র ইউভান রয়েছে। এখন কাজ সামলে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী দু’জনেই। তাই রবিবার সকালেই ছেলে ইউভানের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেন শুভশ্রী।

ছবিতে দেখা যাচ্ছে ইউভানের মাথায় নীল রঙের গরম টুপি আর তাঁর মা অর্থাৎ শুভশ্রীর পরনে লাল জামা। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লেখেন, তাঁর রবিবারের সকাল তৈরি হয়ে গিয়েছে। বাইপাসের যে বিলাশবহুল বহুতলে থাকেন এই তারকা দম্পতি, সেই বহুতলেই তোলা হয়েছে এই ছবিটি।

এই মুহূর্তে বলা ভালো রাজ-শুভশ্রীর ছেলে ইউভান এখন ইন্টারনেট সেনসেশন। এখন থেকেই তাঁর ফ্যান প্রচুর। তাঁর একমাথা কোঁকড়ানো চুল ও মিষ্টি মুখের হাসি, মুগ্ধ করেছে সকলকে। ছেলের ভিডিয়ো ও ছবি রাজ ও শুভশ্রী, দুজনেই শেয়ার করেন প্রতিনিয়ত। আর সেই সব পোস্টের কমেন্ট বক্স দেখলে বোঝা যায় যে সত্যি একটি ছোট্ট ছেলে কি ভাবে সকলের মন জয় করে নিচ্ছে।