• Fri. Mar 31st, 2023

একসময় যিনি মেয়ে ছিলেন, তিনি এখন স্ত্রীর ভুমিকায়!

যে ১২ বছর আগে ছিল মেয়ে, এখন ১২ বছর পর সে হয়ে গেল বউ! এমনই এক ঘটনা ঘটেছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের জীবনে। বিষয়টা ঠিক কী? অভিনেতা সম্রাট জানালেন, ১২ বছর আগে ‘বউ কথা কও’ ধারাবাহিকে তিনি যে চরিত্রে অভিনয় করতেন, তার নাম ছিল সাগর সেন। তাঁরই মেয়ের চরিত্রের নাম ছিল মিলি। সেই মেয়ের চরিত্রে থাকতেন অভিনেত্রী ঋত্বিকা সেন। সেই ঋত্বিকা ১২ বছর পরে এখন সম্রাটের রিল লাইফ স্ত্রী হলেন! এও কী সম্ভব?

অভিনেতা সম্রাট জানান, জুবিন গর্গের একটি মিউজিক ভিডিয়ো শুট করে দার্জিলিং থেকে সবে ফিরেছেন। সেখানে ঋত্বিকা তাঁর স্ত্রীয়ের ভূমিকায়। ১২ বছর আগে ‘বউ কথা কও’ ধারাবাহিকে ও ছিল তাঁর মেয়ের চরিত্রে। সে সময় ঋত্বিকাকে তিনি বলেছিলেন, ‘একদিন আমি তোমার হিরো হব। প্রমিস করেছিলাম। ও ইয়ার্কি করে উড়িয়ে গিয়েছিল। আমি কিন্তু সেই প্রমিস রেখেছি। হা হা হা।‘

শুটিং সেটে ১২ বছর আগের সেই পর্দার মেয়ে ঋত্বিকা কী বললেন? হেসে সম্রাট বললেন, মেয়ে ভুল করে বাবা বলেই ডেকে ফেলছিল তাঁকে। তিনি বললেন এখন তিনি তাঁর স্বামী। তিনি তাঁকে বললেন তিনি যেন ইমোশন চেঞ্জ করেন। এও বললেন তিনি, পেশাদার অভিনেত্রী না হলে পেরে উঠত না সে।