• Thu. Jun 8th, 2023

এসে গেল রূপঙ্করের পুজোর গান ‘দুগ্গা এবার ঘরে’

রেডিও যেন বাঙালির বাড়িতে এই মহালয়ার একটা দিনতে আজও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে মহালয়াতে শুধুমাত্র রেডিও নস্ট্যালজিয়া নয়। টেলিভিশনে বিভিন্ন চ্যানেলেও মহালয়ার নানা অনুষ্ঠিত হয়। কোন চ্যানেলে কোন অভিনেত্রী দুর্গা হবেন, তা নিয়ে আগাম জল্পনা চলতে থাকে। তবে যেটা নিয়ে সবার উৎসাহ তা হল পুজোর গান। একমাত্র বাংলাতেই সম্ভবত পুজো ঘিরে তৈরি গান।

বেশ কিছু বছর আগে অর্থাৎ ক্যাসেটের যুগেও পুজোয় ক্যাসেট রিলিজ করত এবং তা নিয়ে মানুষের মধ্যে নানা উন্মাদনাও দেখা যেতো। পুজোর গান নিয়ে সঙ্গীতমহলেও ব্যস্ততা থাকত তুঙ্গে। পাড়ার পুজোর প্যান্ডেলে পুজোর গান আলাদা মাত্রা এনে দিতো। করোনা অতিমারির পরিস্থিতিতে সব আয়োজনই হয়তো ফিকে। কিন্তু এর মধ্যেও কিছু কিছু পুজোর গান তৈরি হচ্ছে। ঠিক যেমন রূপঙ্কর বাগচীর নতুন গান, পুজোর গান সদ্য রিলিজ করে গেল।

এই গানটি লেখেছেন পার্থ এবং দেবজয়। এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয় গান। এই গানের সুর করেছেন রুদ্র। ‘ইকির মিকির’ প্রোডাকশন থেকে রিলিজ হতে চলেছে এই গানটি। এই প্রোডাকশনের সঙ্গেও বেশ কয়েকটি কাজ করেছেন রূপঙ্কর।