• Fri. Mar 31st, 2023

‘কিশমিশ’-এর থেকেও বেশি মিষ্টির সন্ধান পেলেন রুক্মিণী!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ফিগার দেখে বোঝার উপায় নেই যে তিনি খুব ফুডি। সব রকমের খাবার খেতে ভালবাসেন তিনি। নিজেকে এমন সুন্দর ভাবে মেনটেন করেন তিনি! রুক্মিণীর নাকি ইদানিং মিষ্টির প্রতি প্রেম শুরু হয়েছে! মিষ্টি তো ভালবাসেনই, কিন্তু নির্দিষ্ট ভাবে কিশমিশ নাকি তাঁর নতুন পছন্দের তালিকায়।

যে কিশমিশের কথা বলা হচ্ছে তা কিন্তু খাবার নয়। বরং রুক্মিণীর আসন্ন ছবির নাম কিশমিশ। দেবের সঙ্গে যে ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত তিনি। সেই ছবির শুটিংয়েই ‘কিশমিশ’-এর থেকেও মিষ্টি আরও কিছুর সন্ধান পেলেন তিনি। তাঁর ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী। আসলে শুটিংয়ে রুক্মিণীর সঙ্গে হাজির ছবির দুই খুদে অভিনেতা। ‘কিশমিশ’-এর সেটে হাজির লাড্ডু এবং উদিতা। এর আগে দেবও এই দুই খুদে অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করে তাদের ভালবাসা জানিয়েছিলেন।

প্রথমে ২০২০-র পুজো, তারপর ২০২১-এর পুজো কিন্তু দুটো সময়েই ‘কিশমিশ’ রিলিজ করার পরিকল্পনা করলেও পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। এই ছবি মুক্তি পাবে চলতি বছরের শীতে। অবশ্যই করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই সিনেমা রিলিজ করানো সম্ভব হবে।