• Thu. Jun 8th, 2023

রুক্মিণী মৈত্রের নতুন করে যাত্রা শুরু হল

মডেলিং থেকে অভিনয় এসে নিজের জায়গা তৈরি করে দর্শকদের পছন্দের হয়ে উঠেছেন টলিউডের অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কোনো ছবির শুটিংয়ে নতুন জার্নি শুরু হয় বটে তবে সেই ছবির ডাবিংয়ের সময় পুরনো জার্নি আবার নতুন করে ফিরে ফিরে আসে বলে মনে হয় তাঁর। ঠিক যেমন রুক্মিণীর প্রথম হিন্দি ছবি ‘সনক’। কয়েক মাস আগে ‘সনক’-এর শুটিং শেষ করেছিলেন রুক্মিণী। এবার শুরু হল সেই ছবিরই ডাবিং।

একটি ছবি শেয়ার করে রুক্মিণী লেখেন, ‘নতুন করে যাত্রা শুরু হল’। এই ছবির শুটিংয়ে মুম্বই গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। অন্য শহরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তারপর সুস্থ হয়ে ফেরার পর গোটা পৃথিবীটাই যেন নতুন মনে হয়েছিল তাঁর কাছে। অভিনেত্রী হিসেবে চার বছরে নিজেকে অনেকটা তৈরি করতে পেরেছেন বলে মনে করেন রুক্মিণী নিজে। নিজের যে কিছু গ্রোথ হয়েছে, সেটা তিনি বুঝতে পারেন।

তিনি জানান, গত চার বছরে তিনি কিছু গ্রো করেছেন অভিনেত্রী হিসেবে। এখন নিজেকে ভাঙেন আর গড়েন। এখন মনের মতো চরিত্রের জন্য অপেক্ষাও করেন তিনি।