• Fri. Mar 31st, 2023

স্নান-পোশাকে ঝড় তুললেন ঋতাভরী

স্নান-পোশাকে স্বচ্ছ নীল জলে, খোলা চুলে এক মুঠো উষ্ণতা ছড়িয়ে ইনস্টাগ্রামে ছবি দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। স্নান পোশাকের প্রতি ঋতাভরীর এই ভালবাসা নতুন নয়। আগেও একই ভাবে বহুবার ছবি দিয়েছেন অভিনেত্রী। আর প্রত্যকবারই তাঁকে দেখে একই ভাবে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা।

সারা পুজো জুড়ে অভিনেত্রী জমকালো সাজে ধরা দিয়েছেন। কখনও লাল পেড়ে সাদা শাড়ি, কখনও আবার লাল রঙা সালোয়ার, সবেতেই যেন মানানসই ঋতাভরী। কিন্তু পুজো মিটতেই অনুরাগীদের জন্য অপেক্ষা করছিল বড় চমক। রবিবার সকালে কালো রঙা স্নান পোশাকে লেন্সবন্দি হলেন ঋতাভরী।

এই পুজোতে বড় পর্দায় মুক্তি পেয়েছে ঋতাভরীর ছবি ‘এফআইআর’। সেই ছবিতে তিনি এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। আপাতত হাতে একগুচ্ছ কাজ। দীর্ঘ অসুস্থতার পর সেরে উঠেই নতুন ইনিংস শুরু করেছেন ঋতাভরী।