• Thu. Mar 30th, 2023

রাজ-শুভশ্রী পুত্র ইউভানের এক বছর পূর্ণ

দেখতে দেখতে এক বছর পূর্ণ করল রাজ-শুভশ্রীর চোখের মণি ইউভান চক্রবর্তী। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছা তো রয়েছেই, তাছাড়া রয়েছে মাসি দেবশ্রী ও দাদা অনীশেরও ভালবাসা মাখা সোশ্যাল পোস্ট। এখানেই শেষ নয় রাজ-শুভশ্রীর বিভিন্ন ফ্যানক্লাব থেকে উপচে পড়ছে ইউভানের প্রতি ভালবাসা আর জন্মদিনের শুভেচ্ছা। তাই সেলিব্রেশনের মুডে এখন তাঁরা সবাই।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে ইউভানের নানা অদেখা ছবি। কখনও সে গাড়ি চালাচ্ছে আবার কখনও বা বিচের ধারে নিজের ছন্দে খেলে বেড়াচ্ছে। ইউভানের তবে এই এক বছরে বাঙালির ঘরে ঘরে জায়গা করে নিয়েছে। তাঁর মাথা ভর্তি কোঁকড়ানো চুল, সুগভীর চোখ আর মুখে মিষ্টি হাসিতে পাগল নেটিজেনরা।

আজকের দিনে মা-বাবাও পিছিয়ে নেই। তাঁরাও ইনস্টাগ্রামে আদরের সন্তানকে কোলে নিয়ে এক মিষ্টি পোস্ট করেছেন। সেলেব কাপলের পোস্টে উপচে পড়েছে ইউভানের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তবে শোনা যাচ্ছে, ইউভানের জন্মদিনে আয়োজন সামান্যই। বাড়িতে পুজো হবে আজ আর হবে খাওয়া-দাওয়া। সেখানে হাজির থাকবে রাজ-শুভশ্রী ঘনিষ্ঠরা।