• Thu. Dec 1st, 2022

কলকাতা শহরের এক রেস্তোরাঁয় একান্তে সময় কাটালেন রাজ-শুভশ্রী

কাজের চাপে দুজনে দুজনকে বেশ সময় দেন তাঁরা। এখানে তাঁরা অর্থাৎ পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই সপ্তাহে শুরুর দিন সকালে একান্তে সময় কাটালেন দম্পতি।

সোমবার সকালে রাজ–শুভশ্রী একসাথে পার্কস্ট্রিটের এক অভিজাত রেস্তোরাঁয় ব্রেকফাস্ট খেতে যান। ইনস্টাগ্রাম স্টোরিতে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। তবে এদিন তাঁদের সঙ্গে তাঁদের একমাত্র সন্তান ইউভানকে দেখা যায়নি। ব্রেকফাস্টের সময়টা শুধুমাত্র দুজনে একসাথে মজা করে কাটিয়েছেন।

নির্বাচনের ব্যস্ততায় কয়েক মাস আগে বেশ অনেকটা সময় ব্যারাকপুরে ছিলেন পরিচালক রাজ। তিনি ছেলেকে একদম সময় দিতে পারেননি। নির্বাচনে জয় লাভের পর এখন বিধায়ক হিসেবে অনেক দায়িত্ব বেড়েছে তাঁর এবং পাশাপাশি বেড়েছে শুটিংয়ের ব্যস্ততাও। তার মধ্যেও যতটা সম্ভব ইউভান এবং শুভশ্রীকে সময় দেওয়ার চেষ্টা করছেন রাজ।

বলাই বাহুল্য একজন ব্যস্ত পরিচালক তথা বিধায়ক এবং অন্যজন ব্যস্ত অভিনেত্রী। কিন্তু সেই ব্যস্ততার মধ্যে থেকেও যখন বাবা, মা দুজনে একমাত্র ছেলে ইউভানের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান, তখন সেই মুহূর্তগুলো খুবই স্পেশ্যাল।