• Thu. Jun 8th, 2023

ছবি পরিচালনা করবেন রাহুল?

রবিবার ‘দাদাগিরি ৯’-এ এসে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এক রহস্য ফাঁস করেছেন সকলের সামনে। জানা গেছে নতুন বছরে ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন অভিনেতা। সাক্ষী অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অংশগ্রহণকারী তাঁর সহ-অভিনেতারা।

রাহুলের ধারাবাহিক ‘দেশের মাটি’-র শেষ সম্প্রচার ৩১ অক্টোবর। এই ধারাবাহিকে রাহুলের বিপরীতে অভিনেত্রী রুকমা রায় অভিনয় করেন। ইতিমধ্যেই তাঁদের জুটির বিভিন্ন নামও দেওয়া হয়ে গিয়েছে যেমন ‘রাজমা’, ‘রাম্পি’ ইত্যাদি।

তবে তিনি অনুষ্ঠানে জানান যে, একটি চিত্রনাট্য লিখেছেন তিনি। তিনি নিজেই পরিচালনা করবেন। কি গল্প, কারা থাকবেন সেসব বিষয়ে কিছুই জানাতে চাননি অভিনেতা। তবে তাঁর ইচ্ছে আছে, নতুন বছরে নতুন ভাবে কাজ শুরু করবেন তিনি। এতদিন তো তাঁকে একজন দক্ষ অভিনেতা হিসেবে সকলে চিনেছিলেন এবার দেখার বিষয় তাঁর পরিচালনা কতটা ভালো লাগে সকলের।