• Fri. Mar 31st, 2023

অনুরাগীদের নিজের গলায় গান উপহার দিলেন মিথিলা

শনিবারের সকালে গিটার নিয়ে পছন্দের গান শোনালেন রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলা অভিনয় ও পড়াশোনার পাশাপাশি শিশুদের জন্যও কাজ করে থাকেন। ব্যক্তি জীবনে তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী এবং আয়রার মা।

আর এত সব পরিচয়ের মাঝে গান তাঁর নিজের প্রাণের প্রিয়। গান গাইতে বরাবরই ভালবাসেন মিথিলা। কিন্তু এখনও পর্যন্ত ঘরোয়া আড্ডা বা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছাড়া পেশাগত ভাবে গাইতে তাঁকে দেখা যায়নি কোথাও। তবে তাঁর গানে মুগ্ধ শ্রোতারা। অনুরাগীদের আবেদন সে যেন আরও বেশি করে মিথিলা গান উপহার দিয়ে যান।

ভারতে মিথিলা তাঁর সদ্য প্রথম ছবির কাজ শেষ করলেন। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবিতে দেখা যাবে তাঁকে। রাজর্ষির এই ছবির বিষয় শেক্সপিয়ারের ম্যাকবেথ। সদ্য এই ছবির লোগো প্রকাশিত হয়েছে। বাংলাদেশে মিথিলার অভিনয় দেখেছেন দর্শকেরা এবার পালা ভারতের। ফলে মিথিলার জন্যও এই প্রজেক্ট নিঃসন্দেহে খুবই স্পেশ্যাল।