• Fri. Mar 31st, 2023

প্রদীপ্ত ভট্টাচার্য নিয়ে আসছে আবার ‘বিরহী’র পরবর্তী সিজন!

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘বিরহী’ বেশ জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যেই। এটি ছিল তাঁর প্রথম ওয়েব সিরিজ। আর সেটাতেই ছয় হাঁকিয়েছেন, এমনটাই মনে করেন দর্শকের একাংশ। ‘বিরহী’র প্রথম সিজন ছিল ওয়েব সিরিজের চেনা ছকের বাইরের একটা গল্প। এ সিরিজের গল্প বাদেও সঙ্গীত, অভিনয়, পরিচালনা সব বিভাগেই বাঁধা ছক ভেঙেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। আর সেই কারণেই প্রথম সিজন শেষ হওয়ার পর ‘বিরহী’ টিমের সদস্যরা ঘোষণা করলেন দ্বিতীয় সিজনের।

‘বিরহী’-র প্রথম সিজন দেখা গিয়েছিল ‘উরিবাবা’ ইউটিউব চ্যানেল। আর সেখানেই দেখা যাবে দ্বিতীয় সিজনও। সম্প্রতি ‘উরিবাবা’-র ফেসবুক পেজ থেকে লাইভ করেছিলেন ‘বিরহী’র সদস্যরা। সেখানেই ঘোষণা করা হয়েছে, দ্বিতীয় সিজন আসার। তবে তা কবে আসবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

ফেসবুক লাইভে পরিচালক জানিয়েছেন যে, বিরহীর সিজন টু খুব তাড়াতাড়িই আসবে। তবে এখন লেখালেখি চলছে সেই সিজিনের। এও জানালেন, প্রথম সিজনের সব চরিত্রই থাকবে। আর নতুন চরিত্র যোগ হওয়ার সম্ভবনাও রয়েছে। আশা করা যায় পরের বছর দেখতে পাওয়া যাবে ‘বিরহী’ সিজিন টু।