• Thu. Mar 30th, 2023

পরমব্রত আসলে পরম সুন্দরী!

‘মিমি’ ছবি মুক্তির আগেই ছবির গান ‘পরম সুন্দরী’ হিট। ছবির দৌলতে পরম সুন্দরীর তকমা কৃতি শ্যাননের নামের পাশে। এ আর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানের সঙ্গে ইতিমধ্যেই বলিউড, টলিউডের তাবড় নায়িকা রিল ভিডিয়ো বানিয়ে ফেলেছেন। কিন্তু নেটাগরিকদের চোখে যে এই তকমার একমাত্র যোগ্য ব্যক্তি তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়! অভিনেতার ছবি ফটোশপে ফেলে মনের মতো করে সাজিয়ে নানান মিম বানিয়ে ছেড়ে দিয়েছেন তাঁরা এবং তা দেখতে দেখতে ভাইরাল।

বহু রিল ভিডিয়ো দেখতে দেখতে নেটাগরিকদের মনে প্রশ্ন জেগেছে, সবাই কি সত্যিই ‘পরম সুন্দরী’ গানের সঙ্গে মানানসই? এদিকে টলিপাড়ার অভিনেতার নামের শুরুতেই যার ‘পরম’ শব্দটি বর্তমান তাই সেই জায়গা থেকেই সম্ভবত নেটাগরিকেরা বেছে নিয়েছেন অভিনেতা পরমব্রতকে।

পরমব্রতকে তাঁরা বেশ যত্ন করে সাজিয়েছেন। তাঁর কপালে লাল টিপ, সামনে বুফো করে চুল খোলা তাঁর, ঠোঁট রঙিন লিপস্টিকে এবং পরনে নীল রঙের পোশাক! সব মিলিয়ে তিনি যেন সত্যিকারের ‘পরম সুন্দরী’ হয়ে উঠেছেন। হাসির ইমোজির ঢেউ মন্তব্য বাক্সে ভর্তি।