• Tue. Mar 21st, 2023

কী জন্য উত্তেজিত অভিনেত্রী পাওলি দাম?

হাতে আছে এক মাসের কয়েকটা দিন বেশি। আর এই কয়েকদিনে এমন কিছু আসতে চলেছে যার জন্য উত্তেজিত অভিনেত্রী পাওলি দাম। সেই উত্তেজনাই প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায় তিনি।

এখানে শুধু পাওলি একা নয় এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করেন আম বাঙালি। সারা বছর প্রস্তুতি চলে এই কয়েকটা দিন ঘিরেই। পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালি থাকে তারাও এই কয়েকটা দিন যেন ঘরে ফেরার জন্য অপেক্ষা করছে। ফলে অপেক্ষা শুধু পাওলির একার নয় অপেক্ষা সবার।

আসল কথা হল সব চেয়ে বড় উৎসব দুর্গাপুজো আসছে। এখন থেকেই প্রকৃতি যেন সেজে উঠছে সেই সাজে। নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছেন পাওলি দাম। সেখানে তিনি ধুনুচি নাচের মুডে আর ক্যাপশনে তিনি লিখেছেন, পুজো পুজো গন্ধ… আকাশে, বাতাসে। একটা মাস আর কিছু বেশি দিনের অপেক্ষা।

করোনা পরিস্থিতিতে গত বছরের পুজোয় প্রায় ঘরবন্দি অবস্থাতেই থাকতে হয়েছিল সকলকে। এ বছর যে কী হবে, তা এখনও স্পষ্ট করা যাচ্ছে না। যদিও অনেকেই করোনার টিকা পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। আবার অনেকেই দ্বিতীয় টিকার অপেক্ষায়। পুজো কমিটিগুলি তৈরি হচ্ছে বটে, তবে এ বছরও স্বাভাবিক পরিস্থিতি থাকবে, এমনটা কিন্তু মনে করছেন না অধিকাংশ মানুষ।