• Fri. Mar 31st, 2023

যশের জন্মদিনে কী বার্তা দিলেন নুসরত?

আজ অর্থাৎ ১০ অক্টোবর ৩৬ বছর পূর্ণ করলেন অভিনেতা যশ দাশগুপ্ত। সকাল থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তা অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবদের। ফ্যানক্লাবগুলো থেকে শেয়ার করা হচ্ছে একের পর এক পোস্ট। তবে নেটিজেনদের নজর ছিল নুসরত যশের জন্য তাঁর স্পেশ্যাল বার্তা কি দেন তা দেখার জন্য।

মধ্যরাত হতেই প্রকাশ্যে এল যশের প্রতি নুসরতের ভালবাসা। সেই ভালবাসা বড়ই ছিমছাম, অনাড়ম্বর। না, ইনস্টা পোস্টে নয় বরং নিজের স্টোরিতে যশের একটি ছবি শেয়ার করেছিলেন নুসরত। তাতে লেখা শুভ জন্মদিন। কিন্তু নজর কেড়ে নেয় সেই শুভেচ্ছাবার্তার পাশে একটি ইমোজি। ইমোজিটি লাল হৃদয়ের। এভাবেই যশকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নুসরত।

গত ২৬ অগস্ট, পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত জাহান। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। নুসরতের হাসসপাতাল যাওয়া থেকে ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। সন্তান জন্মানোর পর যশ নিজে গাড়ি চালিয়ে মা অ সন্তানকে বাড়ি নিয়ে গিয়েছিলেন এবং জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত দুজনেই ভাল আছে।