• Tue. Mar 21st, 2023

বন্ধু বিচ্ছেদের প্রসঙ্গ উঠে এলো নুসরতের সোশ্যাল পোস্টে

সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন জীবনবোধ। যত দিন এগোচ্ছে জীবন সম্পর্কে ধারণা বদলে যাচ্ছে অভিনেত্রীর। সদ্য তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা বার্তা দেখে সেই জীবনবোধেরই হদিশ পেলেন দর্শকের একাংশ।

নুসরত তাঁর স্টোরিতে লিখেছেন, ‘জীবনের লক্ষ্য সম্পর্কে যখনই কেউ সিরিয়াস হয়, তখনই হয় বন্ধুবিচ্ছেদ। সে কারণেই বুগাটির দুটো সিট। আর বাসের সিট ৩০টি।’ এই যে বার্তা বিশেষ কারও উদ্দেশ্যে কি না, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে কি সম্প্রতি কোনও বন্ধু বিচ্ছেদ হয়েছে?

প্রেগন্যান্সি পিরিয়ডের সময় ক্রমাগত ট্রোলের শিকার হয়েছেন নুসরত জাহান। তা পাত্তা না দিয়ে নিজের কাজ করে গেছেন প্রতিনিয়ত তিনি। জীবনের এই সময়ে কাছের মানুষদেরও হয়তো অন্য রূপ দেখেছেন নুসরত। চেনা বন্ধুদেরও বদলে যেতে দেখেছেন, আর সে কারণেই তাঁর এই উপলব্ধি কি না, তা এখনও স্পষ্ট করেননি তিনি।