• Thu. Mar 30th, 2023

এবার ঘোমটা মাথায় ছবি দিলেন নুসরত জাহান!

গত দুদিন আগে বিশ্বকর্মা পুজোতে কপালে সিঁদুর পরে দেখা দিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। আর তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তার পরেই জল্পনা শুরু হয়েছে, ঈশান জে দাশগুপ্তর মা এবং বাবা কি তবে বিয়ে সেরে ফেললেন? এই বিষয় নিয়ে চর্চা শুরু হলেও প্রত্যেক বারের মতো এবারও টলিউডের এই দুই তারকা কোনো প্রশ্নের উত্তর দেননি। আর তারপরই প্রকাশ্যে এল ঘোমটা মাথায় নুসরতের একটি ছবি।

তবে সেই ছবির নুসরত আজকের সদ্য মা হওয়া নুসরত নন। আসলে নুসরতের ছোটবেলার ছবিরই সন্ধান মিলল ইনস্টাগ্রামে। নুসরত সেই ছবি শেয়ার না করলে তাঁকে চেনা দুষ্কর ছিল। শনিবার রাতে নুসরতের ফ্যান ক্লাব একটি ছবি পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রাম পেজে। আর সেই ছবিটিই শেয়ার করেছেন নুসরত নিজে।

সেই ছবিতে দেখা যাচ্ছে যে, কেউ একজন তাঁর ফোন থেকে সাদা-কালো একটি ছবি খুলে ক্যামেরার সামনে ধরেছেন এবং ফোনের ভিতর এক বালিকার ছবি। বালিকাটির ছোট করে কাটা চুল কপাল পর্যন্ত নেমে এসেছে আর কপালে টিপ, মাথায় ঘোমটা টানা। সেই বালিকাই আজকের টলিউডের অভিনেত্রী নুসরত জাহান।