• Thu. Mar 30th, 2023

২৪ ঘণ্টাই নুসরতের সঙ্গী অভিনেতা যশ

অভিনেত্রী নুসরত জাহান সদ্য মা হয়েছেন এবং তিনি সদ্যোজাতকে সবসময় চোখে হারাচ্ছেন। এক মুহূর্তের জন্য ছেলেকে নিজের কাছ-ছাড়া করছেন না অভিনেত্রী। তিনি বাকি নবজাতকদের সঙ্গে হাসপাতালের নার্সারিতেও রাখতে দিতে চাইছেন না সন্তানকে।

গতকাল বেলা ১২টা ৪৫ নাগাদ পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত। তিনি তাঁর নাম রেখেছেন ঈশান।

আপাতত এখন ছেলেকে স্তন্যপান করাচ্ছেন নুসরত। সদ্যোজাতের খিদে পাচ্ছে কি না, বা কোনও অসুবিধা হচ্ছে কি না, সেসব দিকেই নজর রাখছেন মা নুসরত। মা হিসেবে যেন এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন নুসরত। তবে শুধু তিনিই নন, অভিনেতা যশ দাশগুপ্তও চোখে হারাচ্ছেন নতুন অতিথিকে। মা-ছেলের কাছে ২৪ ঘণ্টাই থাকছেন তিনি।