• Tue. Mar 21st, 2023

যশ ও নুসরত মেঘলা দিনে একসাথে শহর দেখছেন!

সদ্য মা হয়েছেন তিনি। তাই বেশ খুশির মেজাজে দিন কাটছে তাঁর। এই মেঘলা দুপুরে কাচের জানলা দিয়ে বৃষ্টি ভেজা শহর কলকাতাকে দেখছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান আর তাঁর সঙ্গী হয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত।

একটি কাচের বড় জানলার সামনে রাখা আছে দু’টি কাপ আর তার সঙ্গেই লেখা ‘বৃষ্টি, কফি এবং আরও বেশি কিছু।’ গত বৃহস্পতিবার অর্থাৎ অভিনেত্রী নুসরত যেদিন সন্তান জন্ম দেন ওই দিন সকালে যশকেও এই একই জায়গা থেকে একটি কাপের ছবি দিয়ে অনুরাগীদের ‘সুপ্রভাত’ জানাতে দেখা গিয়েছিল। নুসরতের স্টোরির ছবিতে যে দু’টি কাপ দেখা যাচ্ছে, সেগুলির মধ্যে একটি কাপ যে যশের তা তাঁর সেই স্টোরিতেই দেখা গিয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে বৃষ্টির দিনে একসঙ্গে রয়েছেন তাঁরা দুটিতে।

শোনা গিয়েছিল যে রবিবার নুসরতের সদ্যোজাতের থাইরয়েড, ক্যালসিয়াম এবং বিলিরুবিন-সহ আরও কিছু পরীক্ষা হবে। সেই পরীক্ষাগুলির রিপোর্ট ঠিক এলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে মা সহ তাঁর সন্তানকে। তবে এখন জানা যাচ্ছে আরও দু\’এক দিন হয়তো হাসপাতালে থাকতে হবে তাঁকে। বাড়ি ফেরার আগে সম্ভবত হাসপাতালের জানলা থেকেই নিজের শহরকে প্রাণ ভরে দেখে নিচ্ছেন অভিনেত্রী নুসরত।