• Mon. May 29th, 2023

প্রিয় গানের ভিডিয়োয় ধরা দিলেন মধুমিতা

গলা ভর্তি সোনালি গয়না আর সর্ষে রঙের খোলামেলা পোশাক। উৎসবের আগে সবটাই যেন কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে অভিনেত্রী মধুমিতা সরকারের। তাঁর রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। সকলেই রূপের তারিফ করছেন মন্তব্য বক্সে।

নিজের পছন্দ মতো একটি ভিডিয়ো তৈরি করেছেন মধুমিতা। যেমনটা তিনি করে থাকেন মাঝে মধ্যে। নিজেরই মস্তিষ্কপ্রসুত হয় তাঁর প্রত্যেকটি ভিডিয়ো। যেমনটা তিনি বানালেন এই ভিডিয়োটি। ধন্তরসের আগেই সোশ্যাল মিডিয়ায় মধুমিতা আপলোড করেছেন তাঁর সেই ভিডিয়ো।

আপলোড করে ক্যাপশনে লেখেন, ‘লিরিক্স’ আর তারপর বসিয়েছেন একটি লাভ ইমোজি ও আগুনের ইমোজি। লিরিক্সের কথা উল্লেখ করেছেন কারণ তাঁর প্রিয় গান চলছে ভিডিয়োর নেপথ্যে সেই জন্য। গানপ্রেমী মধুমিতার বরাবরই প্রিয় এই ধরনের লিরিক্স। তাই এই গানের সঙ্গে তৈরি করে নিয়েছেন একটি আস্ত একটি ভিডিয়ো।