• Thu. Mar 30th, 2023

পুরনো ছবি শেয়ার করে কী লিখলেন মধুবনী?

সে অনেক কাল আগের কথা। তখন তাঁরা দুজনেই নবদম্পতি। বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় সেজে নতুন বউ হাসিমুখে তাকিয়ে ক্যামেরার দিকে। সে দিনের নতুন বউ অর্থাৎ টলি অভিনেত্রী মধুবনী গোস্বামী আর তাঁর পাশেই ধুতি-পাঞ্জাবির সাজে সে দিনের বর অর্থাৎ অভিনেতা রাজা গোস্বামী। ঠিক এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রবিবার শেয়ার করেছেন মধুবনী।

সেই ছবির ক্যাপশনে মধুবনী লেখেন, ‘সে অনেক কাল আগের কথা। সেই দ্বাপর যুগের। যখন করোনা কী, খায় না মাথায় দেয়, কেউ জানত না। তাই সবাই এত ঘাড়ে-ঘাড়ে। এখন ভাবা যাবে!’ বিয়ের অ্যালবাম থেকে এই ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। সত্যিই করোনা আসার পর পরবর্তী পৃথিবীর রূপ সম্পূর্ণই বদলে গিয়েছে।

বিয়ে বা যে কোনও অনুষ্ঠানে এত আত্মীয় সমাগম সুরক্ষা বিধির কথা ভেবেই যেন এখন আর সম্ভব নয়। ফের কবে সম্ভব হবে, তা কেউই জানে না। সেই সময়কে মিস করছেন অভিনেত্রী। তবে রাজা-মধুবনীর জীবন এখন অনেকটা বদলে গিয়েছে। তাঁদের জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান কেশব। পুত্রই এখন দম্পতির জীবনে প্রথম প্রায়োরিটি।