• Fri. Mar 31st, 2023

‘আইটেম’ গানে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী!

‘লিলি ডোন্ট বি সিলি’-র মিউজিক ভিডিয়োয় নেচে পুজোর আগেই আসর মাতিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। একেবারে হাঁটুর বয়সীদের সাথে তালে তাল মিলিয়ে নাচলেন তিনি। ইতিমধ্যেই ১ লক্ষ ছুঁয়েছে সেই ভিডিওর দর্শক সংখ্যা।

একরাশ লজ্জা নিয়ে অভিনেত্রী লিলি চক্রবর্তী জানালেন, পুরোটাই নাকি সম্ভব হয়েছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে। গানের তালে নাচিয়েছেন জয়জিৎ, সুরকার-শিল্পী সমিধ মুখোপাধ্যায়, ঊর্বি চট্টোপাধ্যায়, এমনকি প্রযোজক এনা সাহাও। এই মিউজিক ভিডিয়োর হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রাখলেন এনার বোন সাক্ষী সাহা আর তাঁর বিপরীতে নবাগত ঋদ্ধিশ চৌধুরী। এই গানেই গীতিকার হিসেবে আত্মপ্রকাশ হল জয়জিতের।

অভিনেত্রী আরও জানান যে, জয়জিৎ তাঁর বহু দিনের চেনা। জয়জিৎ বলেছিলেন তাঁকে, ‘তোমার নামে গান। তুমি থাকবে না!’ তাই তাঁর অনুরোধ ফেলতে পারেননি অভিনেত্রী। ভিডিয়োর একেবারে শেষ অংশে তাঁকে দেখা যায়। সেটে গিয়ে একটু ঘাবড়েই গিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁকে কিছু বলেননি কী করতে হবে সেখানে কিন্তু তিনি নিজের মতো করে গানের তালে তালে একটু নেচেই সকলের মন জয় করে নিলেন। সবাই বলছে, ‘দারুণ হয়েছে।’