• Tue. Mar 21st, 2023

সকলকে নিজের সেরাটা দিতে বললেন কোয়েল মল্লিক

আজ রবিবার সবাই মোটামুটি আলস্য হয়েই থাকেন আর এদিকে টলিউডের সুন্দরী নায়িকা কোয়েল এমন কিছু লিখছেন যা আপনার আলস্য কাটিয়ে দিতে বাধ্য করবে। কী লিখলেন তিনি? যা পড়ে মনে হবে নিজের একশো শতাংশ দিয়ে শুরু করে দিই কিছু কাজ, যা জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাদের।

কোয়েল সাদা টি-শার্ট, নীল ডেনিমের মেলান্তি পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জীবন অত্যন্ত ছোট। নিজের সেরা হওয়ার চেষ্টা করো।‘কথাটা খুব ছোট, কিন্তু এর অর্থ খুব গভীর।

সত্যি একটাই তো জীবন আর সেই জীবনটাও ছোটই। সকলকেই চলে যেতে হবে একদিন না একদিন। তাই যাওয়ার আগে নিজের সেরাটা দিয়ে যেতে পারে। নিজের সবটা দিয়ে কাজ করতে হবে তবেই সাফল্য আসবে। কোয়েলের কেরিয়ারের দিকে তাকালেও সেটাই লক্ষ্য করা যায়। লেখাপড়ায় ভাল, নম্র স্বভাব তাঁর। তিনি যে ক’টি ছবিতে কাজ করেছেন মন দিয়ে করেছেন সেগুলি। বানিজ্যিক ছবিতেই বেশিবার দেখা গিয়েছে কোয়েলকে। তাঁর ফ্যান-ফলোয়ারও নেহাত কম নয়। তাই এবার তিনি তাঁর অনুরাগীদের বললেন তারাও যেন নিজের সেরাটা দেয়।