• Fri. Mar 31st, 2023

এবার পিরিয়ড ড্রামায় দেখা যাবে যীশু সেনগুপ্তকে

টলিউডের যীশু সেনগুপ্ত আর শুধু টলিউডে সীমাবদ্ধ না এখন বলিউড, সাউথ সব জায়গায় তিনি বিরাজমান। যত সময় এগোচ্ছে তাঁর ব্যপ্তি যেন আরও বৃহৎ হচ্ছে। বাংলা তো বটেই সঙ্গে বাংলার বাইরে তাঁর ভক্ত সংখ্যাও কিন্তু খুব একটা কম নয়। এবার জানা যাচ্ছে, পরিচালক দেবালয় ভট্টাচার্যর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত।

পরিচালক দেবালয় ভট্টাচার্য রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটি পিরিয়ড ড্রামা তৈরি করতে চলেছেন। আর সেই পিরিয়ড ড্রামাতেই নাকি অভিনয় করতে দেখা যাবে যীশুকে। ইতিমধ্যে নাকি অভিনেতার সঙ্গে কথা হয়ে গিয়েছে প্রযোজনা সংস্থার। শোনা যাচ্ছে যে ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু হতে পারে এই ছবির শুটিং। এখন সবটাই নির্ভর করছে যীশুর সময়ের উপর।

এদিকে যীশুর হাতে এখন একগুচ্ছ কাজ। ছবি তো আছেই তার সঙ্গে রিয়্যালিটি শো। যদিও শত ব্যস্ততা থাকলেও এই পুজোতে পরিবারের সঙ্গেই সময় কাটিয়েছেন অভিনেতা। অষ্টমীতে স্ত্রী, মেয়েদের সঙ্গে নিয়ে নিজের পুরোনো পাড়ায় অঞ্জলী থেকে লেক গার্ডেন্সের বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা। পুজোর সব মুহূর্তগুলোই লেন্সবন্দী হয়েছে নানান সময় আর তা শেয়ার হয়েছে অভিনেতার সোশ্যাল মিডিয়ায়।