• Thu. Mar 30th, 2023

এবার গুণী শিল্পীর সঙ্গে কাজ ইমন চক্রবর্তীর

তাঁর গান দিয়ে তিনি ইতিমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। একদিকে যেমন তিনি প্রথাগত গানের চর্চা করেন অন্য দিকে তেমনই গান নিয়ে নিত্যনতুন কাজ করতে দেখা যায় তাঁকে। শাস্ত্রীয় সঙ্গীতের গুণী শিল্পী আরশাদালি আলি খানের সঙ্গে নতুন একটি কাজ করেছেন ইমন। আর কিছুদিনের মধ্যেই তা দর্শকের সামনে আসবে।

সোশ্যাল মিডিয়ায় আরশাদালির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অত্যন্ত গুণী এই শিল্পী আরশাদালি আলির সঙ্গে নতুন কিছু আসছে।’ এবার ইমন অনুরাগীদের অপেক্ষার পালা। ফের কোন নতুন উপহার আসে, তার অপেক্ষায় থাকে সকলে। নতুন গানের পাশে থাকার আর্জি ইমন সব সময়ই জানিয়ে এসেছেন তাঁর অনুরাগীদের।

পুজোতে মুক্তি পেয়েছিল ইমনের নতুন গান। যার নাম ‘ইচ্ছে ডানা’। পুজোয় না হওয়া ভালবাসা এবং ভালবাসার মানুষের জন্য অপেক্ষার শারদীয় গান উপহার দিয়েছিলেন ইমন। গানটির সুর সৃষ্টি ও ডিজাইন করেছেন নীলাঞ্জন ঘোষ, গানের কথা লিখেছেন মানিক বেরা। সব মিলিয়ে সেই কাজ শ্রোতার খুব পছন্দ হয়েছে, তার হদিশ ইতিমধ্যেই পেয়েছেন ইমন, এবার অপেক্ষা তাঁর এই নতুন কাজ কেমন লাগবে সকলের।