• Mon. May 29th, 2023

দাদু উত্তম আর নাতি গৌরব যেন মিলে গেলেন!

টলি তারকা গৌরব চট্টোপাধ্যায়ের সাম্প্রতিককালে ইনস্টাগ্রামে গোয়াতে যাওয়ার ছবি পোস্ট করছেন। গতকাল অর্থাৎ সোমবার এমন একটি ছবি তিনি পোস্ট করেন। স্ত্রী দেবলীনা কুমারের সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে স্যুইমিং পুলের সামনে অন্তর্বাস পরে দাঁড়িয়ে তিনি। যেখানে দাদু মহানায়ক উত্তম কুমারের সঙ্গে মিলে গেলেন তিনি।

ঠিক এরকম সাজেই প্রায় একই ভঙ্গিমায় বহু বছর আগে ছবি তুলেছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। গৌরবের মতো তখন তিনিও তরুণ। তখনকার মতো এখনও তাঁর সেই ছবি সকলের হৃদস্পন্দন বাড়ানোর জন্য যথেষ্ট। মহানায়ক উত্তম কুমারের মতোই গৌরবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তাঁকে অন্য মেজাজে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। তাঁর পোস্টের মন্তব্য বাক্সে চোখ দিলেই সব স্পষ্ট হয়ে যায়।

অভিনেত্রী দেবলীনার ইনস্টাগ্রাম বলছে আপাতত ছুটি কাটাচ্ছেন তাঁরা দুটিতে। নানা মুহূর্তের ছবি নেটমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাঁদের অনুরাগীদের সঙ্গে।