• Sat. Jun 10th, 2023

দেবলীনার পোস্টে এক বছরের বিবাহবার্ষিকীর ইঙ্গিত

এক বছরের বিবাহবার্ষিকী আসছে অভিনেত্রী দেবলীনা কুমার এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের। দাম্পত্যের সেলিব্রেশন হিসেবে বিয়ের নানান মুহূরর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দেবলীনা। সেটা কখনও বিয়ের দিন সকালের অনুষ্ঠানের ছবি হোক, তো কখনও বা মেহেন্দি সেলিব্রেশনের ছবি, সবই শেয়ার করছেন সোশ্যাল ওয়ালে অভিনেত্রী।

এরকমই একটি ছবি শেয়ার করেছেন দেবলীনা, যেখানে দেখা যাচ্ছে তাঁকে মেহেন্দির দিন হাতে গৌরবের নাম লিখিয়েছিলেন তিনি। সেই ছবি শেয়ার করে গৌরবকে সোশ্যাল ওয়ালে ট্যাগ করে সে দিনের কথা মনে করিয়ে দিয়েছেন দেবলীনা। ভাল এবং খারাপ সময়ে একে অপরের পাশে থেকেছেন গৌরব-দেবলীনা। আসলে তাঁদের সম্পর্কের মূল সূত্র হল বন্ধুত্ব। আজীবন সেটাই বজায় রাখতে চান এই দম্পতি।

সদ্য শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন গৌরব আর তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রী দেবলীনা। সোশ্যাল মিডিয়াতে তাঁদের দুজনেই দেখা গিয়েছিল বিভিন্ন ছবি পোস্ট করতে। সেই সময়ই দেবলীনা দুজনের ছবি পোস্ট করে সকলকে মনে করিয়ে দিয়েছিলেন তাঁদের আসন্ন বিবাহবার্ষিকীর কথা।