• Thu. Jun 8th, 2023

ধর্ষণের জন্য নারীকেই দায়ী করলেন দেবলীনা!

সারা দেশজুড়ে বাড়ছে ধর্ষণ। প্রত্যেকদিন কোনো না কোনো ঘটনা ঘটে চলেছে। আর এই ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবার সামিল হলেন টলি অভিনেত্রী দেবলীনা কুমার। তিনি সদ্য একটি ঝলক তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। সেখানে বলিউড অভিনেত্রী কাল্কি কেঁকলা ব্যঙ্গের সুরে ধর্ষণের কারণ হিসেবে দায়ী করেছেন ছোট পোশাককে। পরোক্ষ ভাবে দায়ী করেছেন নারীকেই।

কাল্কি তাঁর প্রতিটি কথায় হুল ফুটিয়েছেন, তিনি বলেছেন, ‘ধর্ষণের কারণ তো নারী নিজেই! এমন কিছু পোশাক তাঁরা পরেন, যা পুরুষদের উত্তেজিত করে। কারণ, তাঁদের চোখ আছে। তাঁরা দেখেন। এবং….। নইলে কী আর এ সব হয়?’ কাল্কির সুরে সুর মিলিয়ে এর পরেই জনৈকার কটাক্ষ, যত নষ্টের গোড়া নারীরাই। পৃথিবী যদি আজ নারীশূন্য হত তা হলেই আর এমন ঘটনা ঘটত না। কিন্তু পুরুষের জন্মদাতা তবে কে? আজ পর্যন্ত কোনও পুরুষের গর্ভ থেকে কি পুরুষ জন্ম নিয়েছেন?

কাল্কির এই ভিডিও নিয়ে দেবলীনা জানান যে, কাল্কির এই ঝলকটি তাঁর অত্যন্ত সময়োপযোগী লেগেছে। সেই ভিডিও শেয়ার করে দেবলীনা লেখেন, ‘অবশ্যই আমাদের দোষ আছে। আর আমাদের পোশাকের। পোশাক উত্তেজক হলে এ সব তো ঘটবেই!’ তাঁর এই বক্তব্যে উড়ে এসেছে পাল্টা কটাক্ষের সুর।