• Thu. Mar 30th, 2023

‘অভিযাত্রিক’এর মুকুটে আরও তিন পুরস্কার

পরিচালক শুভ্রজিৎ মিত্রের ‘অভিযাত্রিক’ গত এক বছর ধরেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখেছেন বিশিষ্টরা। ছবি মুক্তি পাবে আগামী মাসেই। তার আগে ছবির মুকুটে নতুন পালক যোগ হল। ক্যালাইডোস্কোপ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বস্টন ২০২১-এর তিনটি বিভাগে সেরার সম্মান পেল ‘অভিযাত্রিক’। ‘বেস্ট ফিল্ম’, ‘বেস্ট মিউজিক’ এবং ‘বেস্ট প্রোডাকশন ডিজাইন’ বিভাবে পুরস্কৃত হল এই ছবি।

গত এক বছর ধরে ছবিটি বিভিন্ন ফেস্টিভ্যালে ছিল। সেখানে এই প্রথমবার কোনো ফেস্টিভ্যাল থেকে পর পর তিনটি পুরস্কার জিতল এই ছবি। প্রযোজকরা উচ্ছ্বসিত। টেকনিক্যাল টিম, মিউজিক টিম, ক্রিয়েটিভ টিম, অভিনেতা অভিনেত্রী থেকে সকলেই খুব আনন্দিত।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষাংশ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সত্যজিৎ রায় যেখানে অপু ট্রিলজি শেষ করেছিলেন, সেখান থেকেই এই ছবির চিত্রনাট্য শুরু করেছেন শুভ্রজিৎ। ‘অপু ট্রিলজি’র শেষ ছবি ‘অপুর সংসার’। অপু ও তাঁর পুত্র কাজলের মিলনে শেষ হয় সেই ছবির গল্প। তারপর কী হল? সেই উত্তরই বলবে ‘অভিযাত্রিক’।