• Fri. Oct 7th, 2022

এবার কার সামনে ‘ইন্টারভিউ’ দেবেন অনুরাধা মুখোপাধ্যায়?

আমাদের সমাজে মেয়েদের বিয়ে দিতে হয় পাত্রপক্ষের সামনে ‘ইন্টারভিউ’ দিয়ে। যদি মেয়েটি পাশ করে তবেই তাঁদের বিয়ে হবে। এই চিত্র বিরল তো নয় একেবারেই, বরং এখনও বহুল প্রচলিত এই চিত্র। বিয়ের আগে কতবার এমন ‘ইন্টারভিউ’ দিতে যে আজও মেয়েদের বসতে হয়, তার হিসেব যিনি ‘ইন্টারভিউ’ দিচ্ছেন, তিনিই হয়তো জানবেন। তবে হঠাৎ এ কথা কেন?

আসল কারণ হল সেই চিত্রকে এ বার পর্দায় আনছেন পরিচালক শান্তনু বন্দ্যোপাধ্যায় তাঁর ১৫ মিনিটের একটি শর্ট ফিল্ম ‘ইন্টারভিউ’এর মাধ্যমে। যার বিষয়, বিয়ের সম্বন্ধ হলে পাত্রী দেখতে আসা পাত্রপক্ষের প্রশ্নবাণ। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

এই প্রসঙ্গে অনুরাধা বললেন, তিনি ফেমিনিস্ট নন কিন্তু তাঁর মেয়েদের প্রতি আলাদা ভালবাসা কাজ করে। এখনও যখন আমাদের সমাজে বহু ক্ষেত্রে বিয়ের সময় ছেলের বাড়ি থেকে দেখতে আসে মেয়েদের। কতটা শিক্ষিত মেয়েটি, সে কি কি কাজ জানে সেসব দেখে শুনে মেয়েটিকে নির্বাচন করা হয়। এটা নিয়েই এই ছবি। থিয়েটারের অনেক শিল্পী রয়েছেন এই ছবিটিতে। কেএসএস প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সম্ভবত আগামী সপ্তাহে রিলিজ করবে এই ছবিটি।